বছরে-গড়ে-একশ-মানুষ-গণপিটুনিতে-নিহত-হন
Advertisements

গাজীপুরের শ্রীপুরে উচ্চশব্দে ডিজে গান বাজাতে নিষেধ করার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।

বুধবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের গিলাশ্বর গ্রামের আব্দুল জব্বারের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

আব্দুল জব্বারের বোন মমিনা খাতুন ও তার স্ত্রী আয়েশা খাতুন জানান, তাদের বাড়ির পাশে গিলাশ্বর গ্রামের কাজলের দোকানের সামনে প্রায় সময়ই কিছু উচ্ছৃঙ্খল তরুণ উৎপাত করে।

মঙ্গলবার ভোরে ইয়াসিন, ফরহাদসহ ১০-১২ জন তাদের ঘরের পিছনে উচ্চশব্দে গান বাজায়। গান বাজাতে নিষেধ করায় তরুণরা ক্ষিপ্ত হয়ে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।

মঙ্গলবার রাত ৯টার দিকে তরুণরা এসে আব্দুল জব্বারের স্ত্রী আয়েশা খাতুনকে লাঞ্ছিত করে। এতে ক্ষুব্ধ হয়ে আব্দুল জব্বারের লোকজন যুবকদের মারধর করে। এতে সাত জন আহত হয়। রাতেই আহতদের উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এই ঘটনায় জব্বারের স্ত্রী আয়েশা খাতুন বাদী হয়ে শ্রীপুর থানায় অভিযোগ দিয়েছেন।

ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ঘটনার বিষয়ে জেনেছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পরবর্তি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisements