কালিগঞ্জে বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পিকআপ চালকের মৃত্যু
Advertisements

গাজীপুর কালিগঞ্জের মিশন কাজীবাড়ি সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে  পিকআপ পাশের বিলে পরে যায়। সোমবার ( ৭ সেপ্টেম্বর ) দুপুরের দিকে কাজীবাড়ি সড়কে এ ঘটনা ঘটে । এতে পিকআপ চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে যানা যায় । নিহত চালকের নাম তারেক (৩৮)। তিনি নরসিংদীর পলাশ থানার চাতনা গ্রামের বাদশা মিয়ার ছেলে।

সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ ফায়ার স্টেশনের লিডার শামিম ভুঁইয়া।  শামিম ভুইয়া বলেন, টঙ্গী-ঘোড়াশাল সড়কের কালীগঞ্জ উপজেলার মিশন কাজীবাড়ি সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে টঙ্গীগামী চলন্ত একটি পিকআপের ধাক্কা লাগে। এতে বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পিকআপের উপরে পরে। একপর্যায়ে পিকআপটি সড়কের পাশের বিলের পানিতে পড়ে ডুবে যায়। এমন সংবাদ পেয়ে ডুবন্ত পিকআপের ভেতর থেকে মৃত্যু অবস্থা চালক তারেকের দেহ উদ্ধার করা হয়।

কয়েকজন এলাকাবাসী জানান যে , কাজীবাড়ি মিশন এলাকা থেকে ভাঙ্গা ব্রিজ পর্যন্ত অনেকগুলা বৈদ্যুতিক খুঁটি মেইন সড়কের পাশে। কিন্তু স্থানীয় প্রশাসন এর কোন ব্যবস্থা গ্রহন করেনি । এই জন্যই আজ একজনের মৃত্যু হয়েছে ।

Advertisements