কাপাসিয়া-উপজেলা-ছাত্রলীগের-৩-(তিন)-টি-ইউনিটের-কমিটি-ঘোষণা
Advertisements

বাংলাদেশ ছাত্রলীগ কাপাসিয়া উপজেলা শাখার অন্যতম ইউনিট কাপাসিয়া সদর ইউনিয়ন, করিহাতা ইউনিয়ন ও শরীফ মমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ ইউনিটের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ কাপাসিয়া উপজেলা শাখার  সভাপতি আব্দুল কাইয়ুম ভূঁইয়া । সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রাশেদুল হক সৈকত।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কাপাসিয়ার গণমানুষের আস্থার ঠিকানা বার বার নির্বাচিত সংসদ সদস্য সিমিন হোসেন রিমি এমপি। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন শাওন ও সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি কৃষিবিদ মোঃ শহীদুল্লাহ্, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা ভাইস-চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ সেলিম, আওয়ামী যুবলীগের সভাপতি শাখাওয়াত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক রাজিব ঘোষ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রউফ দর্জি টোক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এম এ জলিল, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।

আজ মঙ্গলবার দুপুর ২ টায় কাপাসিয়া উপজেলা শাখার কাপাসিয়া সদর ইউনিয়ন, করিহাতা ইউনিয়ন ও টোক ইউনিয়নের সর্বোচ্চ বিদ্যাপীঠ শরীফ মমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ, শাখার কমিটি ঘোষণা করা হয়েছে আগামী একবছর জন্য । উক্ত কমিটি ঘোষণা করেন বাংলাদেশ ছাত্রলীগ, কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি আব্দুল কাইয়ুম ভূঁইয়া।

কাপাসিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হোন মোঃ মুবিন খান, সাধারণ সম্পাদক নির্বাচিত হয় মোঃ কামরুল হাসান। করিহাতা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ মিঠু প্রধান, সাধারণ সম্পাদক মোঃ আমান মোল্লা, টোক ইউনিয়নের শরীফ মমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হোন মোঃ আব্দুল গফুর আকন্দ, সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন।

উক্ত সম্মেলনে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ নতুন নেতৃত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সবাইকে এক হয়ে কাজ করার মাধ্যমে আওয়ামীলীগের হাতকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়। সবশেষে সভাপতির বিদায়ী বক্তব্যের মাধ্যমে সম্মেলনের পরিসমাপ্তি হয়।

প্রতিনিধি/ ইমরান হোসাইন

Advertisements