কাপাসিয়ায় ওজনে কারচুপি করার অভিযোগে ৬ ফল ব্যবসায়ীকে জরিমানা
Advertisements

কাপাসিয়া উপজেলায় কাগজের ঠোঙ্গা দিয়ে ক্রেতাদের ওজনে ফল কম দেওয়া ও কারচুপি অভিযোগে ৬ ফল ব্যবসায়ীকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ( ২১ অক্টোবর) বিকেলে কাপাসিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর ফরহাদ শামীম।
সহকারী কমিশনার( ভূমি) তানভীর ফরহাদ শামীম বলেন, কাগজের ঠোঙ্গা দিয়ে ক্রেতাদের ওজনে কম দেওয়ার অভিযোগে ৬ ফল ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৪৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরো বলেন, অভিযান পরিচালনা করার সময় ৬,৭ জন ফল ব্যবসায়ী বাজার ছেরে পালিয়েছে।

Advertisements