গাজীপুরে বন্ধ হয়ে যাওয়া গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ
Advertisements

বিগত ২১অক্টোবর ২০২০ তারিখে সকাল ১০টা থেকে রাত ১০.৩০টা পর্যন্ত জেলা প্রশাসন, গাজীপুর এবং শিল্প পুলিশ-২ এর উদ্যোগে; গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, গাজীপুর এবং আনসার বাহিনীর সহায়তায় বন্ধ হয়ে যাওয়া ব্যান্ডো ফ্যাশনস লি: নামে একটি গার্মেন্টসের শ্রমিক ও কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলামের তত্ত্বাবধানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্বশরীরে উপস্থিত থেকে কারখানায় শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের বিষয়টি নিষ্পত্তি করেন।

উল্লেখ্য, বিগত আড়াই যাবৎ বেশ কয়েকবার অত্র কারখানার বকেয়া পাওনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজমান ছিল । সর্বশেষ গত ৩০ আগস্ট ২০২০ তারিখে প্রায় ৫ ঘন্টা মহাসড়ক অবরোধসহ প্রায় ২৫ ঘন্টা কারখানার অভ্যন্তরে উত্তেজনা বিরাজ করছিল।

Advertisements