সৌদিতে আটকেপড়া প্রবাসীদের ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বিনা খরচায় বৃদ্ধি
Advertisements

সৌদি আরব স্বয়ংক্রিয় ভাবে দেশটিতে থাকা বিদেশী কর্মীদের বাসস্থান অনুমতি (আকামা) এবং প্রস্থান ও ‍পুনরায় ফিরে আসার ভিসার মেয়াদ বৃদ্ধি করছে। এতে নতুন করে বাড়তি আর কোনো খরচ হবে না। সাউদি প্রেস এজেন্সি (এসপিএ) মঙ্গলবার এ খবর দিয়েছে।

দেশটির পাসপোর্ট কর্তৃপক্ষ স্বয়ংক্রিয় ভাবে আগামী ৩১ জুলাই পর্যন্ত এ মেয়াদ বৃদ্ধির কাজ শুরু করে দিয়েছে।

করোনাভাইরাস মহামারীর কারণে গত ২ ফেব্রুয়ারি যে ২০টি দেশ থেকে সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সেসব দেশের নাগরিকরা এ সুবিধা পাবেন।

দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, মিসর, লেবানন, ভারত, পাকিস্তান, আর্জেন্টিনা, ব্রাজিল, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, পর্তুগাল, সুইডেন, সুইস কনফেডারেশন ও তুরস্ক।

অধিকন্তু, করোনা মহামারীর কারণে যেসব দেশের ভ্রমণকারীরা সৌদি আরবে প্রবেশ করতে পারেননি তাদের ভ্রমণ ভিসার মেয়াদও আগামী ৩১ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

সৌদি আরবে মঙ্গলবার ১ হাজার ২৬১ জনের শরীরে করোনা শনাক্তসহ এ পর্যন্ত ৪ লাখ ৫৯ লাখ ৯৬৮ জন রোগী শনাক্ত হয়েছে।

সূত্র : আল-আরাবিয়া

Advertisements