সৈয়দা জোহরা তাজউদ্দীনে
Advertisements

অসহায়, গরীব ও হতদরিদ্রদের মাঝে টোকের মানবতার ঘর থেকে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।

গতকাল ৩১ ডিসেম্বর’২০ রোজ বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের বেলাশী প্রগতি একাডেমির মাঠে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ এর সহধর্মিণী কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দীনের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানবতার ঘরের উদ্যোগে ও বন্ধুমহল এসএসসি ৯২ ব্যাচের সার্বিক সহযোগিতায় ১০০ অসহায় মানুষের কাছে শীতবস্ত্র ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন রা‌য়েদ ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহআলম মিলন, রায়েদ ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামীলী‌গের সভাপ‌তি আবদুল হাই, সাধারণ সম্পাদক হিরণ মিয়া, বেলাশী প্রগ‌তি একা‌ডেমীর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সাংবা‌দিক মনজুরুল হক, গাজীপুর সাংবা‌দিক ইউ‌নিয়‌নের যুগ্ম-সম্পাদক নুরুল আ‌মিন শিকদার, সাংবা‌দিক আকরাম হো‌সেন হিরণ, সাংবা‌দিক শামীম শিকদার, সাংবা‌দিক শরীফ শিকদার ও এলাকার গন‌্যমান‌্য ব‌্যক্তিবর্গ।

মানবতার ঘরের কর্ণধার মমতাজ উদ্দিন মাস্টার কৃতজ্ঞতা প্রকাশ করেন ৯২ এসএসসি ব্যাচের বন্ধু জেয়াস‌মিন, টুকু, ফ‌রিদ, আলমগীর , ক‌বির মেম্বার‌ সহ অন্যান্যদের। এ পর্যন্ত মানবতা ঘর থে‌কে খাদ‌্য সহায়তা পে‌য়ে‌ছে ২৪০০ প‌রিবার, শিক্ষা উপকরন ও পুষ্টি সামগ্রী পে‌য়ে‌ছে ৬৪০ টি দরিদ্র অথচ মেধাবী ও অসহায় শিক্ষার্থীর প‌রিবার , বস্ত্র পে‌য়ে‌ছে ১২০ টি প‌রিবার, চি‌কিৎসা ও পরামর্শ পে‌য়ে‌ছে ১০০‌টিরও বেশি প‌রিবার।মানবতার পা‌শে থে‌কে যারা অনুদান ও সহ‌যোগীতা দি‌য়ে আস‌ছেন সবার প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে সবসময় মানবতার ঘরের পাশে থেকে সমাজের মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

প্রতিনিধি/ ইমরান হোসাইন

Advertisements