শিগগিরই সকল ছাত্রী স্কুলে যাবে
Advertisements

আফগানিস্তানের সকল ছাত্রীকে স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হবে বলে ঘোষণা করেছে দেশটির অন্তর্বর্তী তালেবান সরকার। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের বিদেশি কর্মসূচি ও সাহায্য বিভাগের পরিচালক ওয়াহিদুল্লাহ হাশেমি এ খবর জানিয়ে বলেছেন, মেয়েদের স্কুলে যাওয়ার ব্যাপারে শিগগিরই কিছু ভালো খবর ঘোষণা করা হবে।

তিনি বলেন, তালেবান নারীশিক্ষার বিপক্ষে নয় তবে তাদেরকে সর্বোত্তম উপায়ে কীভাবে স্কুলে আসতে দেওয়া যায় তা নিয়ে কাজ করছে সরকার। আফগানিস্তানের কোনো শিক্ষিকাকে বরখাস্ত করা হয়নি বলেও জানান তালেবান শিক্ষা মন্ত্রণালয়ের এই পদস্থ কর্মকর্তা।

গত আগস্ট মাসের মাঝামাঝি সময়ে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর থেকে গত আড়াই মাস ধরে বয়েজ স্কুলগুলো খোলা রয়েছে এবং সকল ছাত্র ও শিক্ষক নিয়মিত ক্লাসে অংশ নিচ্ছেন।

কিন্তু গার্লস স্কুলগুলোতে ক্লাস সিক্সের উপরে কোনো ক্লাস হচ্ছে না এবং নারী শিক্ষকদের স্কুলে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। এ পর্যন্ত একাধিক তালেবান কর্মকর্তা একাধিকবার সকল আফগান ছাত্রীকে স্কুলে ফিরতে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি।

তালেবান সরকার দেশটির নারীদের অধিকার রক্ষা করার দাবি করে আসলেও এখন পর্যন্ত তাদেরকে এ ব্যাপারে উল্লেখযোগ্য বাস্তবসম্মত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

পার্সটুডে

Advertisements