যৌথভাবে জাহাজ নির্মাণ করবে ইরান ও রাশিয়া
Advertisements

ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়া যৌথভাবে জাহাজ নির্মাণের বিষয়ে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে। সূত্র অনুসারে, ইরান ও রাশিয়া কাস্পিয়ান সাগর অঞ্চলে যৌথ বিনিয়োগে জাহাজ নির্মাণ প্রকল্প শুরু করবে।

ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থা বা টিপিও এক প্রতিবেদনে জানিয়েছে, এ সংস্থার প্রধান আলী রেজা পেইমানপাক রাশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিতে পৌঁছেছেন। গতকাল বৃহস্পতিবার দিনের প্রথমভাগে তিনি সেন্ট পিটার্সবার্গ শহরে রুশ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, যৌথভাবে জাহাজ নির্মাণের ক্ষেত্রে ইরানকে সহযোগিতা দিতে প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। এছাড়া ইরানের জন্য প্রয়োজনীয় জাহাজ সরবরাহ করতে রাজি হয়েছে মস্কো। ইরানি কোম্পানিগুলোর তৈরি জাহাজের যন্ত্রাংশ রাশিয়াতে পাঠানোর ক্ষেত্রেও দুপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।

ইন্টারন্যাশনাল নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডোরের আওতায় ইরান ও রাশিয়ার মধ্যে যে বৃহত্তর বাণিজ্য সম্পর্ক প্রতিষ্ঠার কথা রয়েছে তার সঙ্গে সঙ্গতি রেখে যৌথ প্রকল্পের মাধ্যমে জাহাজ নির্মাণের চুক্তি হলো।

Advertisements