তাইওয়ানকে
Advertisements

সৌদি আরবের কাছে ৬৫ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। মার্কিন প্রতিরক্ষা দফতর এক ঘোষণায় বিষয়টি জানায়। উপসাগরীয় কোনো দেশে বাইডেন প্রশাসনের এটিই প্রথম অস্ত্র বিক্রি। বিবৃতিতে গতকাল বৃহস্পতিবার বলা হয়, বর্তমান ও ভবিষ্যত হুমকি মোকাবেলায় সৌদি আরবকে সহায়তা করতে আকাশ থেকে আকাশে নিক্ষেপন যোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রির এ অনুমোদন দেয় মার্কিন পররাষ্ট্র দফতর। খবর এএফপি ও আল জাজিরা

দেশটির পররাষ্ট্র দফতর জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২৮০টি অত্যাধুনিক মাঝারি পাল্লার এআইএম-১২০ সি ক্ষেপণাস্ত্র কিনতে পারবে। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের দমনে অভিযান চালাচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। হুতিদের সহায়তা দেয় ইরান, এমন অভিযোগ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের।

বিবৃতিতে পেন্টাগন বলছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তার স্বার্থেই বন্ধু প্রতীম দেশের নিরাপত্তা বিধান ও মধ্যপ্রাচ্যের রাজনীতি ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে ক্ষেপণাস্ত্র বিক্রির এই অনুমোদন দেয়া হয়েছে।

Advertisements