সোমবার ‘রাষ্ট্র মেরামতের’ রূপরেখা ঘোষণা করবে বিএনপি
Advertisements

সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে। ভোটের মাঠে নেই প্রধান বিরোধী দল বিএনপি। ভোট বর্জন কর্মসূচি সফল করতে আজ হরতালও পালন করছে দলটি।

ভোটের দিনে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলছে। কার্যালয়ের পাশে পুলিশ অবস্থান করছে। কিন্তু বিএনপির নেতাকর্মীর দেখা নেই।

বেলা ১১টার দিকে দেখা যায়, বিএনপি কার্যালয়ে আগের মতোই তালা দেওয়া। মূল ফটকের সঙ্গে থাকা চেয়ারসহ সব কিছুতেই ধুলার আস্তর পড়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, সকাল থেকে কোনো বিএনপির নেতাকর্মীকে এখানে দেখা যায়নি।

গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে বিএনপির কার্যালয়ে তালা ঝুলছে। সেই থেকে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নিয়ে আছে।

Advertisements