কাদের
Advertisements

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একসাথে কাজ করার আগ্রহ দেখানোয়, বিএনপিকে সাহায্য করার আর কেউ রইলো না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় মিয়ানমার ইস্যু সমাধানে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন তিনি।আজ সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি ব্রিফিংয়ে একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে কিছুটা মতভেদ দেখালেও এখন যুক্তরাষ্ট্রও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়ে বাংলাদেশের সাথে কাজ করতে চায়, বিএনপি এখন কি করবে, প্রশ্ন রাখেন কাদের।মিয়ানমার সীমান্তে চলমান সংঘর্ষ নিয়ে উদ্বেগ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, এ সমস্যা সমাধানে জাতিসংঘকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হবে।

ওবায়দুল কাদের আরও বলেন,মিয়ানমার ইস্যুতে আর কোনো উদারতা দেখানোর সুযোগ নেই, কেউ বাংলাদেশে এলে গ্রহণ করা হবে না।

Advertisements