বাঘের মুখ
Advertisements

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বাঘের মুখ থেকে বেঁচে ফিরেছেন মজনু মিয়া (৩৫) নামের এক কর্মচারী। তবে পার্কের কোর সাফারী থেকে বেরিয়ে পড়া বাঘের হামলায় তিনি আহত হয়েছেন।

আজ রবিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে পার্কের কোর সাফারি অংশে এ ঘটনা ঘটে।

আহত মজনু মিয়া শ্রীপুর উপজেলার বেলতলি গ্রামের শামসুল হকের ছেলে। তিনি আউটসোর্সিং কর্মচারী হিসেবে সাফারীপার্কের কোয়ারেন্টাইনে কাজ করেন বলে জানিয়েছেন পার্ক কর্তৃপক্ষ।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, কোর সাফারির কোয়ারেন্টাইনে বাঘের একটি নতুন ঘের তৈরি করা হচ্ছে। সেখানেই কাজ করতেন মজনু মিয়া। নির্মাণাধীন ঘেরের পাশের ঘেরটিতে ওই বাঘটি ছিল। ঘেরে কাজ করার সময় কর্মচারী মজনু বাঘের মুখোমুখি হয়ে পড়েন। তখন বাঘ তাকে থাবা দেয়। ঘটনার সময় পার্কের অন্য কর্মচারীরা আহত মজনু মিয়াকে উদ্ধার করে, একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান। তবে বাঘ বাইরে বের হওয়ার কোনো ঘটনা ঘটেনি।

মাওনা আলহেরা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গোলাম মেহেদী হাসান জানান, ‘বাঘের থাবায় মজনু মিয়ার বাম বগলের নিচে ক্ষত ও কাঁধ স্থানচ্যুত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

Advertisements