বর্ণবাদের অভিযোগ নেইমারের
Advertisements

লিগ ওয়ানে দ্বিতীয় ম্যাচে নেইমার ফিরলেও হারের বৃত্ত থেকে বের হতে পারেনি প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

রোববার রাদে মার্সেইয়ের কাছে ০-১ গোলে হেরেছে তারা। তবে এই হারকেও ছাপিয়ে গেছে নেইমারসহ ওই ম্যাচে ৫ লালকার্ডের বিষয়টি।

লালকার্ড পেয়ে মার্সেইয়ের গনজালেসের বিরুদ্ধে বর্ণবাদী আক্রমণের গুরুতর অভিযোগ আনেন নেইমার।

মাঠ ছাড়ার সময় চতুর্থ ম্যাচ অফিসিয়ালের কাছে নেইমার এই অভিযোগ করেন। এতেই খেদ মেটেনি নেইমারের।

ম্যাচশেষে গনজালেসকে উদ্দেশ্য করে নেইমার টুইটারে লিখেছেন– ‘আমার একটাই আফসোস, ওকে কেন চড় মারলাম না। গনজালেস আমাকে বানর ও শূকরছানা বলে গালি দিয়েছে, এটির কী হবে? আমি দেখতে চাই এটির কী বিচার হয়।’

এদিকে নিজের ওপর এমন সব গুরুতর অভিযোগের সবই অস্বীকার করেছেন গনজালেস।

ম্যাচে কোনোরকম বর্ণবাদী আক্রমণের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন মার্সেই ডিফেন্ডার।

নেইমারের টুইটের প্রতিউত্তরে গনজালেস লিখেছেন, ‘এখানে বর্ণবাদের কোনো স্থান নেই। আমার ক্যারিয়ারটা খুব স্বচ্ছ। দিনের পর দিন অনেক বন্ধুর সংস্পর্শে এসেছি, খেলেছি অনেক সতীর্থের সঙ্গে। আমার বিরুদ্ধে এমন অভিযোগ আসেনি কখনও। ’

তবে নেইমার টুইটে এমন অভিযোগ কেন আনলেন? সে প্রসঙ্গে গনজালেসের দাবি, নেইমার আসলে হার মেনে নিতে পারেননি।

তিনি বলেছেন, মাঠে কীভাবে হারতে হয়, সেটা অনেক সময় শেখা প্রয়োজন। এমনকি হার মেনে নিতেও জানতে হয়। আজকে তিন পয়েন্ট অর্জন সত্যিই অবিশ্বাস্য।’

তথ্যসূত্র: মার্কা

Advertisements