নাইজারে বন্দুকধারীদের হামলা
Advertisements

নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ মার্চ) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার নাইজার-মালি সীমান্তের বানিবানগ্যু এলাকায় সাপ্তাহিক বাজার থেকে ফেরা লোকদের ওপর এ হামলা চালানো হয়। এসময় বাজারের পাশের কয়েকটি শস্য গুদামও পুড়িয়ে দেয় হামলাকারীরা। এই ঘটনায় দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। হামলার ঘটনায় এখনও কেউ দায় স্বীকার করেনি।

এর আগে গত ২ জানুয়ারি তিলাবেরির দুটি গ্রামে অভিযানে কমপক্ষে ১০০ জন বেসামরিক মানুষকে হত্যা করা হয়, যা দেশটির সাম্প্রতিক ইতিহাসের অন্যতম নৃশংস হত্যাকাণ্ড।

গত ফেব্রুয়ারিতে নির্বাচনে বিজয়ী নাইজারের নতুন প্রেসিডন্টে মোহাম্মদ বাজৌমের জন্য এরকম গণহত্যাকে বিরাট নিরাপত্তা চ্যালেন্জ হিসেবে দেখা হচ্ছে।

Advertisements