বাংলাদেশ গার্মেন্টস শ্রমিকলীগের শ্রীপুর উপজেলার আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে এস এম কাজল রানাকে সভাপতি ও মোঃ হুমায়ুন কবির সুমনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
রোববার [১১ এপ্রিল ২০২১] বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আনিছুর রহমান এই আংশিক কমিটি গঠন করেন এবং আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠণের নির্দেশ দেন।
“কর্ম ঐক্য সম্মৃদ্ধি” শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিকলীগ ২০১৫ খ্রিস্টাব্দে যাত্রা শুরু করে।
এ ব্যাপারে শ্রীপুর উপজেলা কমিটির সভাপতি এস এম কাজল রানা জানান, কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে সারাদেশের মতো গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি যথা সময়ে গঠন করা হবে। সেইসাথে গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে কাজ করে যাবো। বুধবার (১৪ এপ্রিল) থেকে সারাদেশে কঠোর লকডাউন শুরু হয়েছে। গার্মেন্টস শ্রমিকসহ সকল শ্রেণীপেশার মানুষদের স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানাচ্ছি। রমজান মাসের পবিত্রতা রক্ষা করে চলার জন্য গার্মেন্টস শ্রমিক ভাইবোনদের আহবান জানাচ্ছি এবং সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি।