গাজীপুর কাশিমপুরে এলাকায় প্রায় ১০০ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। গ্যাস আইন ২০১০ এর ১২(১) ধারা অনুযায়ী ৫ টি মামলায় এক লক্ষ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
গতকাল ১৪ অক্টোবর সকাল ১০.৩০টা থেকে সন্ধ্যা ০৬.৩০ ঘটিকা পর্যন্ত গাজীপুর জেলার কাশিমপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । আশিকুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, গাজীপুর এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় প্রায় ১০০ বাড়ির ৪০০ অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ১৫০০ মিটার পাইপলাইন অপসারন করা হয়। গ্যাস আইন ২০১০ এর ১২(১) ধারায় ৫ টি মামলা করে, এক লক্ষ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এই অভিযান পরিচালনায় সহযোগিতা করেন তিতাস গ্যাস, কাশিমপুর থানার পুলিশ ও গাজীপুর ব্যাটেলিয়ন আনসার সদস্যরা ।