গাজীপুরে ৭২ ঘণ্টায় ৯৯ ক্লিনিক বন্ধ
Advertisements

গাজীপুর জেলা ও সিটি করপোরেশনে সিভিল সার্জনের অভিযানে ৯৯টি ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে।

গত তিনদিনে জেলা সিভিল সার্জনের ১৪টি টিম অভিযান চালিয়ে অনিবন্ধিত ওই হাসপাতাল-ক্লিনিকগুলো বন্ধ করে দেয়। এর মধ্যে গাজীপুর জেলা সদর ও সিটি করপোরেশনের ৫৪টি, কালিয়াকৈরের ৯, কালীগঞ্জের ১৩, শ্রীপুরের ১৩ এবং কাপাসিয়ার ১০টি।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সরকারি ঘোষণার পর জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে ১৪টি টিম করা হয়। ওই টিমগুলো জেলার বিভিন্ন স্থানে অভিযান শুরু করে।

অভিযানে সেসব ক্লিনিক-হাসপাতালের রেজিঃস্ট্রেশন পাওয়া যায়নি সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান জানান, গাজীপুরে মোট ৪০১টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে আবেদন করেই কার্যক্রম শুরু করা ৯৯টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া আরও ৫৭টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের তালিকা করা হয়েছে, সেগুলোতেও অভিযান চালানো হবে। পর্যায়ক্রমে জেলার সব হাসপাতাল-ক্লিনিকে অভিযান চালানো হবে।

Advertisements