সৌদিতে মসজিদে মাইক ব্যবহারে কড়াকড়ি আরোপ
Advertisements

সৌদি আরবের ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সেদেশে মসজিদগুলোতে আজান ও ইক্কামত ছাড়া মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে।

সৌদি আরবের ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ আল শেখ স্বাক্ষরিত এক বিবৃতিতে সারা দেশের সকল মসজিদে কেবল মাত্র আজান এবং ইক্বামতের সময় মাইক ব্যবহারের কথা বলা হয়েছে। বিবৃতিতে মাইকের আওয়াজ এক-তৃতীয়াংশ রাখতে নির্দেশ দেয়া হয়েছে।

আজান হচ্ছে মুসলিমদেরকে নামাজের উদ্দেশ্যে মসজিদে আসার প্রথম আহবান আর ইক্বামত হচ্ছে ইমাম নামাজের জন্য প্রস্তুত হওয়ার পর নামাজ শুরুর ঠিক পূর্ব মূহুর্তে মুসল্লিদরকে প্রস্তুত হওয়ার জন্য আহবান জানানো।

বিজ্ঞপ্তিটি এসেছে হযরত মুহাম্মদ (সঃ) এর একটি হাদীস অণুসরণে। রাসুল (সঃ) বলেন, “সাবধান, তোমাদের প্রত্যেকেই নীরবে আল্লাহকে ডাকে। অতএব, একজনের উচিত হবেনা অন্যজনের কাজে ব্যাঘাত ঘটানো। একজনের আওয়াজের উপর অন্যজন আওয়াজ করা উচিত নয়।”

বিশ্বের অন্যতম সেরা ২ জন ইসলামিক গবেষক সালেহ আল ওতাইমিন এবং সালেহ আল ফাওজান কে বিবৃত করে একটি ফতোয়া তুলে ধরা হয়েছে। যেখানে বলা হয়েছে, “মসজিদে আজান এবং ইক্বামত ছাড়া মাইক ব্যবহার উচিত নয়।”

সূত্রঃ গালফ নিউজ

Advertisements