
ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলার পাহালগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিহতদের অধিকাংশই ভারতের মহারাষ্ট্র ও কর্নাটক রাজ্য থেকে আসা পর্যটক।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে পাহালগামের বাইসরন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। বাইসরন একটি প্রত্যন্ত তৃণভূমি, যেখানে পৌঁছানো যায় শুধুমাত্র পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে। হামলার সময় মহারাষ্ট্র ও কর্নাটক থেকে আগত পর্যটকদের একটি দল ওই এলাকায় অবস্থান করছিল।
স্থানীয় সূত্র জানায়, হামলার তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলে অনেকেই প্রাণ হারান। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধার ও সহায়তার জন্য সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।
জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ হামলাকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বেসামরিক লক্ষ্যবস্তু হামলা বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “বেসামরিকদের ওপর আমরা যে হামলাগুলো এতদিন দেখেছি, এটি তাদের মধ্যে সবচেয়ে ভয়াবহ। নিহতের প্রকৃত সংখ্যা এখনো নিরূপণ চলছে।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতোমধ্যেই শ্রীনগরে পৌঁছেছেন এবং তিনি সব সংস্থার সঙ্গে জরুরি নিরাপত্তা পর্যালোচনা বৈঠকে বসেছেন। এর আগে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেন এবং মোদি তাকে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
জম্মু-কাশ্মিরের লেফট্যানেন্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন, এলাকাটি ঘিরে ব্যাপক তল্লাশি অভিযান চলছে এবং সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সেখানে মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় বইছে এবং নিহতদের পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন।