আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
Advertisements

কাপাসিয়ার তরগাঁও এলাকায় এক আওয়ামী লীগ নেতার অত্যাচার, নির্যাতন, জমি জবরদখল ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী বিক্ষোভ এবং মানববন্ধন করেছেন। ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের তরগাঁও পালকি কমিউনিটি সেন্টারের সামনে শুক্রবার এ মানববন্ধন ও বিক্ষোভ হয়।

উপজেলার তরগাঁও গ্রামের মো. মাসুদ রানা জানান, তরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল করিম বেশ কয়েক বছর আগে ‘রূপনগর পালকি কমিউনিটি সেন্টার’ নামে একটি বিনোদন পার্ক গড়ে তুলেছেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের এলাকার প্রায় ১৫টি নিরীহ মানুষের জমি দখল করে নিচ্ছেন। তার বিরুদ্ধে কেউ কথা বললেই পার্কের নিজস্ব বাহিনী তাদের ওপর আক্রমণ চালায়।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা নাজমুল করিম জানান, তিনি কারোর জমি জবরদখল করেননি, সবগুলো জমিই তার নিজের। সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

কাপাসিয়া থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, নাজমুল করিমের জমি জবরদখলের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisements