![পদ্মা সেতুর রেলিংয়ের নাট খোলার আরেক ভিডিও ভাইরাল পদ্মা সেতুর রেলিংয়ের নাট](https://i0.wp.com/bhawalbarta.com/wp-content/uploads/2022/06/%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%82%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9F-%E0%A6%96%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B2.jpg?fit=900%2C489&ssl=1)
পদ্মা সেতুর রেলিং থেকে আরও এক যুবকের নাট-বল্টু খোলার ভিডিও ভাইরাল হয়েছে। এর আগে পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে নিয়ে টিকটক ভিডিও আপলোড করায় এ যুবককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।
ফেসবুকে ছড়িয়ে পড়া ২৬ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, সেতুর রেলিং থেকে নাট ও বল্টু খুলছেন আবার লাগিয়ে দিচ্ছেন ওই ব্যক্তি।
সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে ভিডিওতে বলেন, ‘পদ্মা সেতুর নাট খুইল্যা গেছে’। পাশ থেকে ভিডিও করা আরেকজন প্রশ্ন করেন, সবগুলোই কি খুলে গেছে?
ওই ব্যক্তি বলেন, ‘ক্যামেরায় দেখেন ভাই এই যে লাগাই দিলাম। তখন ভিডিও করা ব্যক্তি বলেন, ভাই এখন লাগায়ে দিছেন কিন্তু রাইতে আবার কি করবেন না করবেন?’
এ সময় নাট খোলা ব্যক্তি নাট দেখিয়ে বলেন, ‘এটা খুলতে কিন্তু কোনো রকম রেঞ্চ ব্যবহার করি নাই।’
ভিডিওটি অনেকেই ফেসবুকে শেয়ার ও পোস্ট করে ওই যুবকসহ এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।