গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বাইমাইল এলাকায় ট্রাকচাপায় সামির হোসেন (১৮) ও আবুল হাসান (১৩) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল।
বুধবার (৭ জুলাই) বিকেলে জেলার কোনাবাড়ি বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামির হোসেন (১৬) বাইমাইল এলাকার মজিবুর রহমানের ছেলে ও মো. হাসান (১২) একই এলাকার ভাড়াটিয়া শহিদুল ইসলামের ছেলে।
নিহত কিশোরদের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কোনাবাড়ী বাইমাইল এলাকার বাসিন্দা মজিবুর রহমানের বড় ছেলের মোটরসাইকেলটি নিয়ে ছোট ছেলে বুধবার ঘুরতে বের হয়। এ সময় সে তাদের বাড়ির ভাড়াটের ছেলে হাসানকে পেছনে তুলে নেয়। মোটরসাইকেল নিয়ে গাজীপুরের দিকে গিয়ে ফিরে আসার পথে বাইমাইল ‘ময়লার পাহাড়’ হিসেবে পরিচিত স্থানে পৌঁছালে ময়লার পানিতে পিছলে পড়ে যায়। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত কোনাবাড়ীর দিকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে কোনাবাড়ী থানার পুলিশ দুই কিশোরের লাশ উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শওকত ইমরান জানান, নিহত কিশোরদের লাশ উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।