নিজ বাড়িতে গুলিতে হাইতির প্রেসিডেন্ট নিহত
Advertisements

উত্তর আমেরিকা মহাদেশের দরিদ্র দেশ হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসি সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। নিজ বাড়িতে গুলি করে তাকে হত্যা করেছে অস্ত্রধারীরা। এই হামলায় প্রেসিডেন্টের স্ত্রীও আহত হয়েছেন।

হাইতির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, অজ্ঞাত পরিচয় অস্ত্রধারীরা স্থানীয় সময় বেলা ১টার দিকে হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনে হামলা চালিয়েছে।

৫৩ বছর বয়সী জোভেনেল মইসি ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে হাইতির প্রেসিডেন্ট পদে ছিলেন । তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে উঠেছিল। দেশটিতে সহিংস সরকারবিরোধী বিক্ষোভও হয়েছিল।

২০১৭ সালে অনুষ্ঠিত নির্বাচনে জোভেনেল মইসি বিজয়ী হন। তবে ঐ নির্বাচনে মাত্র ২১ শতাংশ ভোটার অংশ নিয়েছিলেন।

১৮০৪ সালে হাইতি লাতিন আমেরিকার প্রথম স্বাধীন দেশ হিসেবে আবির্ভূত হলেও দেশটি এখনও দারিদ্রপীড়িত। শ্রেণী বৈষম্য এর একটি অন্যতম কারণ। এটিই দাসদের সফল বিপ্লবের ফলে সৃষ্ট একমাত্র রাষ্ট্র। হাইতি প্রথমে স্পেনীয় ও পরে ফরাসি উপনিবেশ ছিল। হাইতির সংখ্যাগরিষ্ঠ আফ্রিকান দাসেরা ফরাসি ঔপনিবেশিকদের উৎখাত করলে হাইতি স্বাধীনতা লাভ করে।

পার্সটুডে

Advertisements