আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শতামেক ছাত্রলীগের কর্মসূচি পালন
Advertisements

গতকাল ২৩ জুন বুধবার ছিলো বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ কর্তৃক নানাবিধ কর্মসূচি পালিত হয়েছে।

স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, উন্নয়ন ও গণমানুষের মৌলিক অধিকার রক্ষায় আপোষহীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসুচি পালন করছে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ছাত্রলীগ।

দিনের শুরুতে কলেজ ক্যাম্পাসে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আব্দুল কাদের, পরিচালক ডাঃ হাফিজুর রহমান, রেডিওলজি ডিপার্টমেন্টের সম্মানিত সহযোগী অধ্যাপক ডাঃ সুশান্ত কুমার সরকার, মনিরুজ্জামান, রাজীব হোসেন বাবু সহ আরও অনেকে।

দুপুরে জয়দেবপুর রেলস্টেশনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে একবেলা খাবার,হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়।

এসময় শতামেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান বলেন, ‘গাজীপুর জেলায় চলমান লকডাউন অবস্থা এবং করোনা পরিস্থিতি মোকাবিলায় মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেল ভাইয়ের সার্বিক দিকনির্দেশনায়, শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে মাস্ক,স্যানিটাইজার ও খাবার বিতরণ করা হয়।’

উক্ত কর্মসূচিতে শতামেক ছাত্রলীগ নেতা মোঃ সাইদুর সাকিব, মোঃ ফাহিম হোসেন, মুনিম তাজওয়ার, রেজাউল রিয়াদ, রাকিবুল হাসান, সোহানুর রহমান সোহান,ইরফান, তাওয়াবুর রহমানসহ অনেক ছাত্রলীগ কর্মী উপস্থিত ছিলেন।

Advertisements