অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত - কাপাসিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ - সত্য ও নিরপেক্ষ সংবাদ
Advertisements

কাপাসিয়া উপজেলা রায়েদ ইউনিয়নের বড়হর মারুলিয়া পাড়া মৃত শুক্কুর আলীর বাড়িতে অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের ঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে ১০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে ।

তাছাড়া অতি বর্ষণের ফলে বসতঘর ধসে যাওয়া কড়িহাতা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বেদেনা আক্তারের পরিবারের মাঝে ১০ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয় ।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয় থেকে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের মাঝে ৪০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয় ।

ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান ।

এসময় উপস্থিত ছিলেন রায়েদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল হাকিম মোল্লা হিরন, উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক আল-আমীন শেখ,রায়ের ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ইকবাল হায়দার , জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারন সম্পাদক তায়েব খান কিশোর, সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান রানা প্রমুখ ।

কাপাসিয়া উপজেলার পরিষদ চেয়ারম্যান এড মো. আমানত হোসেন খানের নিকট থেকে সাহায্য পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা ও দোয়া করেন।

Advertisements