আইপিএলের বাকি অংশ
Advertisements

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ অতি মাত্রায় বেড়ে যাওয়ায় ও কয়েকটি দলের বেশ কিছু খেলোয়াড় ভাইরাসে আক্রান্ত হওয়ায় এ মাসের শুরুর দিকে বাতিল করা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। এর বাকি অংশ চলতি বছর সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে বলে আজ জানিয়েছে বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

গতকাল শনিবার (২৯ মে) বোর্ডের বিশেষ সাধারণ সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়, সেখানেই আইপিএলের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া এ বছরের মধ্য অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপ কিছুদিন পেছানোর জন্যও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

আইপিএলের বাকি অংশ হতে পারে ১৮ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবরের মধ্যে। আজ বৈঠকের পর এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানিয়েছে, এ মাসের শুরুর দিকে বাতিল হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশ আরব আমিরাতে স্থানান্তর করার কারণ জুন থেকে অক্টোবরের শুরু পর্যন্ত ভারতে বর্ষাকাল। কাজেই এ সময়ের মধ্যে ভারতে আইপিএল আয়োজন কঠিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিসিআই শনিবারের (আজ) বৈঠকে ভারতে আসন্ন বর্ষাকাল মাথায় রেখে ভিভো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলো সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।

এ সময় আইপিএল আয়োজনে কঠিন কিছু বাঁধার মুখোমুখি হবে বিসিসিআই। প্রথমত, ইংল্যান্ডের মাটিতে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হবে ১৪ সেপ্টেম্বর। এর এক সপ্তাহের মধ্যেই বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল, সেখান থেকে টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে ইংলিশরা। আইপিএলের বিভিন্ন দলে ইংল্যান্ডের ডজনেরও বেশি খেলোয়াড় রয়েছেন, যারা দলগুলোকে দুশ্চিন্তায় ফেলে দেবেন। ইংল্যান্ড মেনস ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে জাইলস জানিয়েছেন, আইপিএলের কারণে তারা বাংলাদেশ ও পাকিস্তান সফর পাল্টানোর চিন্তা করছেন না, যদিও তিনি ইঙ্গিত দিয়েছেন যে, এই সময় কিছু খেলোয়াড় বিশ্রাম নিতে পারেন।

আরেকটি বড় চ্যালেঞ্জ হলো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), যার সময়সূচি ২৮ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর।

ওয়েস্ট ইন্ডিজের একঝাঁক ক্রিকেটার আইপিএলে খেলে থাকেন বলে এখানে সংকট তৈরি হবে। সিপিএলের সূচি পুনর্বিবেচনার জন্য ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করছে বিসিসিআই, যদিও এটা কঠিন হবে। কারণ ২৪ আগস্ট ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া মৌসুম শেষ হবে, তাই এর আগে সিপিএল শুরু করা সম্ভব নয়।

আইপিএলের ২০২১ এডিশনে চারটি প্লে-অফ ম্যাচসহ এখনো ৩১ ম্যাচ বাকি। ভারতে কভিডের তীব্র সংক্রমণের মধ্যে আইপিএলের বাকি অংশ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাই বাধ্য হয়েই সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিচ্ছে বিসিসিআই।

সূত্রঃ বণিক বার্তা

Advertisements