আর্মি অব দ্য ডেড
Advertisements

হলিউডের ডাকসাইটে পরিচালক জ্যাক স্নাইডারের প্রতীক্ষিত জম্বি সিনেমা ‘আর্মি অব দ্য ডেড’। ২১ মে নির্দিষ্ট ৬০০ হলের পাশাপাশি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এটি। মুক্তির মাত্র চার সপ্তাহের ব্যবধানে স্ট্রিমিং মাধ্যমে বাজিমাত করেছে সিনেমাটি। এটি এখন নেটফ্লিক্সে সবচেয়ে বেশি দেখা ১০ সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে। এরই মধ্যে ৭ কোটি ২০ লাখ মানুষ সিনেমাটি দেখেছে। ক্রমেই বাড়ছে এর ভিউ।

ছবিতে অভিনয় করেছেন ডেভ বাতিস্তা, এলা পারনেল, ওমারি হার্ডউইক, আনা দে লা রেগেরা, হুমা কুরেশি। এছাড়া রয়েছেন থিও রোসি, হিরোউকি সানাকা। ছবিটির প্রেক্ষাপট আমেরিকার লাস ভেগাস। সেখানেই একটি ক্যাসিনো লুটকে ঘিরে আবর্তিত হয়েছে পুরো সিনেমার গল্প। কাহিনী বিস্তারে দেখা যায়, লাস ভেগাসে জম্বি প্রাদুর্ভাবের পর একদল ভাড়াটে সেনা ঢুকে পড়ে সেখানে। কোয়ারেন্টিন এলাকা কেন্দ্র করে শুরু হয় ডাকাতি।

ডিজনি প্লাস, হুলু, এইচবিও ম্যাক্স ও অ্যামাজনের মতো চ্যানেলের যেখানে দর্শক কমছে, সেখানে নেটফ্লিক্সের দর্শক ক্রমেই বেড়ে চলছে। স্ট্রিমিং মাধ্যমটিতে নিত্যনতুন সিনেমা বাজিমাত করছে। এক্ষেত্রে নতুন পালক সংযোজন করেছে ‘আর্মি অব দ্য ডেড’। এ সাফল্য দেখে নেটফ্লিক্স এরই মধ্যে ‘আর্মি অব দ্য ডেড’-এর প্রিকুয়েল নির্মাণের সবুজ সংকেত দিয়েছে। এটি পরিচালনা করবেন মাথিয়াস শুইগোগো। ছবিটি এ বছরের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

নেটফ্লিক্স ফিল্ম ক্লাব ইউটিউব স্নাইডার স্কুল রিলিজ শুরু করেছে। এটি একটি চার পর্বের সিরিজ, যা স্নাইডারের ছবি নির্মাণ প্রক্রিয়ার একটি উইন্ডো প্রদান করেছে। ছবিটি ঘিরে এত আয়োজন এর দর্শকপ্রিয়তা আরো বাড়িয়ে তুলছে।

নেটফ্লিক্সে ছাড়ার পর সিনেমাটি চলতি সপ্তাহে শীর্ষে চলে এসেছে। পাশাপাশি ছবিটি ৩ নম্বর ইউএস সার্কিট সিনেমার্ক, হার্কিংস, আলামো, মার্কাস, সিনেপলিস, আইপিক ও প্যারিসের এনওয়াইসি হলে প্রদর্শন করা হয়েছে। এছাড়া আর্মি অব দ্য ডেড স্পেনেও বাজিমাত করেছে। স্নাইডার থিয়েটারে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছেন, যা যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়ায় সম্প্রচার হয়েছে। নেটফ্লিক্স বক্স অফিসের হিসাব এখনো প্রকাশ করেনি।

এদিকে নেটফ্লিক্সে এখনো সর্বোচ্চ ভিউ পাওয়া ছবি এক্সট্রাকশন। ছবিটির এ-যাবৎ ৯ কোটি ৯০ লাখ ভিউ হয়েছে। আর্মি অব দ্য ডেড খুব অল্প সময়েই নেটফ্লিক্সে সবচেয়ে বেশি দেখা ১০ সিনেমার তালিকায় প্রবেশ করেছে। এখন দেখা যাক শেষমেশ ছবিটি এক্সট্রাকশনের ভিউ ছাড়াতে পারে কিনা।

সূত্র: ডেডলাইন

Advertisements