গণ-গুলিবর্ষণের মধ্যেই আমেরিকায় রেকর্ড পরিমাণ আগ্নেয়াস্ত্র বিক্রি
Advertisements

আমেরিকায় আগের যেকোনো সময়ের আগ্নেয়াস্ত্র বিক্রির রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। করোনা ভাইরাসের মহামারী ও কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের নিহত হওয়ার পর মার্কিন সমাজ মারাত্মকভাবে অস্থিতিশীল হয়ে উঠবে- এমন আশংকা থেকে অস্ত্র বিক্রি বেড়েছে।

করোনাভাইরাসের মহামারী শুরুর এক বছর পর যদিও আমেরিকায় টিকা দেয়ার ক্ষেত্রে বড় অগ্রগতি অর্জিত হয়েছে তবু বন্দুকের খুচরা বিক্রেতারা বলছেন, আগ্নেয়াস্ত্র বিক্রির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। তারা বলছেন, চলতি এপ্রিলে অনেক বেশি আগ্নেয়াস্ত্র বিক্রি হবে এবং আগের যেকোনো এপ্রিলকে পেছনে ফেলবে।

অবশ্য, আমেরিকায় আগ্নেয়াস্ত্র বিক্রি বেড়ে যাওয়ার আরেকটি কারণ হলো, নিয়মিতভাবে মার্কিন সমাজে গুলিবর্ষণের ঘটনা থেকে সরকার ক্ষুদ্রাস্ত্র নিয়ন্ত্রণ করার আইন পাস করতে পারে। এমন আইন পাস হলে নতুন অস্ত্র কেনা কঠিন হবে। এজন্য অনেকে তার আগেই অস্ত্র কিনে রাখছে।

পার্সটুডে

Advertisements