আহ্ বসফরাস!
কত ইতিহাসের পাল তোলা নাও
বয়েছে তোমার বুকে;
কত বিদেহী অমর স্মৃতি লেগে আছে চোখে মুখে।
আমি খুঁজে ফিরি,
সেই খুড়ের আওয়াজ
ঘোড়ার হ্রেষা ধ্বনি।
ছড়ানো ছিটানো উসমানীদের সুমহান মুক্তোমনি।
এইতো সেদিন পাহাড় বেয়ে
উঠছে ফেতিহর যুদ্ধ জাহাজ।
তরুন তুর্কীর ঈমানী জোশ
ধমনীতে নেই কেন আজ!
ফেতিহ, ফেতিহ,ফেতিহ মেহমুদ !
ডাক এসেছে হায়া সোফিয়ার মিম্বর থেকে,
জুলফিকার হাতে ছুটে এসো জওয়ান ;
আলীর তেজে ওঠো জেগে।
বসনিয়া থেকে কাশ্মীর হয়ে-
ফিলিস্তিন আর ইয়েমেনে
মিয়ানমারের রোহিঙ্গারা;
নিচ্ছে তাদের সাগর টেনে।
সভ্যতার ওই এলিট ক্লাবে
মুসলমান আজ সর্বহারা
ইরান-তুরান মিলে মিশে
বসিয়ে দাও আজ পাহারা।