গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার উপজলার কাওরাইদ ইউনিয়নের সোনাব (পশ্চিম পাড়া) গ্রামের মানসিক ভারসাম্যহীন সন্তানের হাতে মা রেহেনা খাতুন (৪০) খুন হয়েছে।
নিহত রেহেনা ওই গ্রামের আনোয়ার হাসানের স্ত্রী। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত সন্তানকে (১৬) গ্রেপ্তার করেছে।
বুধবার [২ ডিসেম্বর ২০২০] সকাল সাড়ে দশটায় উপজলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামে নিহতের বাড়ীতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয়রা ওই সন্তানকে পুলিশের হাতে সোপর্দ করেছে। সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, অভিযুক্ত [হত্যায় জড়িত] মেধাবী শিক্ষার্থী। হঠাৎ করে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ায় এ ঘটনা ঘটেছে। এছাড়াও সে অনেক কর্মঠ ও পরিশ্রমী।
অভিযুক্ত ইয়াসীন আরাফাত জানিয়েছেন, মায়ের আত্মার শান্তির জন্য সে তার মাকে খুন করেছে। তবে এখন তার মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের লাশ পোস্টমর্টেমের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।