চলতি বছরের রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী—সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম ইয়াঘি। ধাতব জৈব কাঠামো বা মেটাল–অর্গানিক ফ্রেমওয়ার্ক (MOF) আবিষ্কারের জন্য তাদের এ স্বীকৃতি দিয়েছে সুইডিশ রয়েল একাডেমি অব সায়েন্সেস।
বুধবার (৮ অক্টোবর) স্টকহোমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২০২৫ সালের রসায়ন শাখার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
একাডেমির পক্ষ থেকে জানানো হয়, তিন বিজ্ঞানীর যৌথ গবেষণায় এমন এক বিশাল আণবিক কাঠামো আবিষ্কৃত হয়েছে যার ভেতর দিয়ে গ্যাস ও বিভিন্ন রাসায়নিক পদার্থ সহজে প্রবাহিত হতে পারে। এই আবিষ্কার ভবিষ্যতে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, শক্তি সঞ্চয় ও ওষুধ শিল্পে নতুন সম্ভাবনা তৈরি করবে।
সুসুমু কিতাগাওয়া বর্তমানে জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। রিচার্ড রবসন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব মেলবোর্ন এবং ওমর এম ইয়াঘি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় অধ্যাপনা করছেন।
রসায়নে এখন পর্যন্ত মোট ১১৬ বার নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে। এ বিভাগে সবচেয়ে বয়স্ক নোবেলজয়ী হলেন মার্কিন বিজ্ঞানী জন বি. গুডএনাফ, যিনি ২০১৯ সালে ৯৭ বছর বয়সে এ পুরস্কার অর্জন করেন।





































