ঈদুল আজহার দিন বৃষ্টি হতে পারে
Advertisements

ভাদ্রের শেষদিনে সকাল থেকে সারা দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টিপাত আগামী পাঁচদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে শেষের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীতে ৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। আগের ২৪ ঘণ্টায় ছিল মাত্র ১ মিলিমিটার বৃষ্টি। অন্যদিকে চট্টগ্রামে সর্বোচ্চ ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

গত কয়েকদিনের তুলনায় দেশের তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে কমেছে। আজ দুপুরে ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস; যা শনিবারের ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস থেকে অনেকটাই কম। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা পাবনার ইশ্বরদীতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আগামী তিনদিন সারা দেশে বৃষ্টি চলবে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এতে ঢাকাসহ বড় শহরগুলোতে অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে। তিনদিন পর বৃষ্টির প্রবণতা কিছুটা কমবে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে তেলেঙ্গানা ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে, ফলে সারা দেশে কমবেশি বৃষ্টি হচ্ছে।

টানা গরমের পর এই বৃষ্টিতে জনমনে স্বস্তি ফিরলেও রাজধানীসহ বিভিন্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতায় সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

Advertisements