বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদকে পরিচালকের পদ থেকে সরিয়ে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বুধবার (২৮ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে পরিষদ। এর ফলে তিনি বিসিবির সভাপতির দায়িত্বেও আর বহাল থাকতে পারবেন না।
জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় পরিচালক মনোনয়ন পেয়েছিলেন ফারুক আহমেদ। এরপর বোর্ড পরিচালকদের ভোটে সভাপতির পদে আসীন হন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক। তবে দায়িত্ব গ্রহণের এক বছরের মধ্যেই পরিচালকদের অনাস্থার মুখে পড়েন তিনি।
বুধবার ফারুক আহমেদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে চিঠি দিয়েছেন বিসিবির ৮ পরিচালক।চিঠিতে স্বাক্ষর করেন— নাজমুল আবেদিন ফাহিম, মাহবুব আনাম,ফাহিম সিনহা, সাইফুল ইসলাম স্বপন চৌধুরি,ইফতেখার রহমান মিঠু,কাজী ইনাম আহমেদ,মঞ্জুর আলম,মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী। তবে এই অনাস্থা চিঠিতে স্বাক্ষর করেননি সাবেক অধিনায়ক আকরাম খান।
পরিচালকদের অভিযোগ, ফারুক আহমেদ বোর্ড পরিচালনায় একক সিদ্ধান্ত নিচ্ছিলেন, অন্যদের মতামত উপেক্ষা করছিলেন এবং আর্থিক ও প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখছিলেন না।
২০২৪ সালের আগস্টে ছাত্র আন্দোলনের মুখে পড়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। এরপর দেশে রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মনোনয়নেও পরিবর্তন আসে। সেই সময় বিসিবির পরিচালক হিসেবে ফারুক আহমেদ মনোনীত হন এবং পরবর্তীতে সভাপতির দায়িত্ব পান।
কিন্তু দায়িত্ব নেওয়ার এক বছরের মধ্যেই বোর্ডের অভ্যন্তরীণ বিরোধ ও পরিচালকদের অনাস্থার মুখে শেষ হলো তার কার্যকাল।





































