রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে তুরস্ক
Advertisements

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস পুনর্ব্যক্ত করেছে তুরস্ক সরকার। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু শনিবার(৮ জানুয়ারি) কক্সবাজারে রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন শেষে এ আশ্বাসের কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু এক দিনের সফরে আজ সকাল ৮টায় বিশেষ বিমানে করে তুরস্কের ইস্তাম্বুল থেকে সরাসরি কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সফরে আসা ২০ সদস্যের প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্পে তুরস্ক সরকার ও বিভিন্ন সংস্থা পরিচালিত ফিল্ড হাসপাতালসহ নানান কার্যক্রম পরিদর্শন করেন।

সকালেই তিনি বালুখালী ৯ নং রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে তুরস্কের সরকারি সংস্থা আফাদ পরিচালিত ৫০ শয্যার ফিল্ড হাসপাতালের উদ্বোধন করেন। গত বছরের ২২ মার্চে অগ্নিকাণ্ডে হাসপাতালটি পুড়ে যায়।

এ সময় সোলাইমান সয়লু বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশ একা নয়, তুরস্ক পাশে আছে। তিনি সেখানে রোহিঙ্গা যুবকদের সঙ্গে কিছুটা সময় খেলায় মাতেন ও বিভিন্ন বয়সের মানুষের সঙ্গে কথা বলেন।

এ অনুষ্ঠানে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানও বক্তব্য রাখেন।

এছাড়াও ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পে তুর্কি রেড ক্রিসেন্টের স্বাস্থ্য সেবা কার্যক্রম এবং তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন পরিচালিত রোহিঙ্গা দ্বারা সাবান তৈরির কারখানা পরিদর্শন করেন সোলাইমান সয়লু।

এ সময় তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ইসমাইল ছাতাকলু, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার খালিল বল দামির, তুরস্কের দুজন আইন প্রণেতা, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসান, ডিআইজি আনোয়ার হোসেন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, জেলা প্রশাসক মামুনুর রশীদ, পুলিশ সুপার হাসানুজ্জামানসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুপুরে মধ্যাহ্ন ভোজের পর তিনি ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন। ঢাকায় স্বল্প সময়ের অবস্থানকালে সোলায়মান সলু বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

চলতি বছর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের ঢাকা সফরের কথা রয়েছে। এ সফরের প্রস্তুতির বিষয়েও সোলায়মান সলুর এ সফরে আলোচনা হয়েছে। এছাড়া নিরাপত্তা, বাণিজ্য, তথ্যপ্রযুক্তিসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রানালয় সুত্রে জানা গেছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সফরে আসা ২০ সদস্যের প্রতিনিধি দল রাতেই স্বদেশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

Advertisements