গাজীপুরের কাপাসিয়ার মেধাবী ছাত্রী শাহীনূর আক্তার ঝুমার মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) অর্থনীতি বিভাগ থেকে ১ম স্থান অর্জন করার মাধ্যমে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। তরগাঁও গ্রামের বেপারী বাড়ির মোঃ আকরাম হোসেনের একমাত্র মেয়ে শাহীনূর আক্তার ঝুমা। তিনি ২০১২ সালে “কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়” থেকে ব্যবসা শিক্ষা শাখায় এস এস সি পরীক্ষাতে কৃতকার্য হয়ে ২০১৪ সালে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ থেকে বোড বৃওি পাওয়ার মাধ্যমে এইচ এস সি পাশ করেন। এইচ এস সি পাশের পর পারিবারিক ভাবে বিয়ে হওয়ার সত্তেও তার স্বামী কৃষিবিদ বদরুজ্জামান মামুন শেখ (ডেনমার্ক সিটিজেন) এবং পিতা মাতা ও ভাই ইমরান হোসেনের অনুপ্রেরণায় ইউনিভার্সিটি পরীক্ষায় মেধাক্রমে উর্ক্তীন হয়ে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তার স্নাতক ৮টি সেমিস্টারের মধ্যে একটানা ৬টি সেমিস্টারে ১ম স্থান অর্জন করেন।
১ম স্থান অর্জন করার মাধ্যমেই সে তার স্নাতক ডিগ্রি শেষ করে। এই বছর সে মাস্টার্স ডিগ্রী করার জন্য “কূপেন হেগ ইউনিভার্সিটিতে” সুযোগ পেয়েও পারিবারিক সমস্যা ও করোনা সমস্যা থাকায় সে মাস্টার্স ডিগ্রী অজনে ভর্তি হতে পারেনি।সকলের নিকট সে দোয়া প্রার্থী সে যেন স্কলারশিপ নিয়ে দেশের বাহির থেকে মাস্টার্স ডিগ্রী অজন করার সুযোগ পায়।
কাপাসিয়া প্রতিনিধি/ আসাদুল্লাহ মাসুম