ব্রিকসের উত্থানের ব্যাপারে মার্কিন প্রশাসনকে সতর্ক করেছেন জর্জিয়া থেকে নির্বাচিত রিপাবলিকান কংগ্রেসওম্যান মার্জোরি টেইলর গ্রিন। তিনি বলেছেন, এই জোটের উত্থান হবে আমেরিকার জন্য বিপর্যয়কর। গ্রিন আরো বলেন, এই জোট আমেরিকাকে অনেক পিছিয়ে দেবে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দিন দিন যেহেতু ব্রিকস জোট শক্তিশালী হচ্ছে এবং এর সদস্য সংখ্যা বাড়ছে সে কারণে জোটের সদস্যরা নিজস্ব মুদ্রায় নিজেদের ব্যবসা বাণিজ্য করতে পারবে এবং এতে আমেরিকার অর্থনীত দুর্বল হবে। নিজের নির্বাচনী এলাকায় এক অনুষ্ঠানে কংগ্রেসওম্যান গ্রিন বলেন, ব্রিকস জোট দিন দিন সম্প্রসারিত হলেও বাইডেন প্রশাসন একেবারে চোখ বন্ধ করে রয়েছে। বাইডেন অভ্যন্তরীণ সমস্যাগুলোকে উপেক্ষা করছেন এবং আমেরিকাকে সবার পিছনে নিয়ে যাচ্ছেন।
মার্জোরি গ্রিন বলেন, “আমরা যখন এই ভুল করছি তখন বিশ্বের অন্য দেশগুলো ঐক্যবদ্ধ ও শক্তিশালী হচ্ছে। তারা আমেরিকার বিষয়ে ক্লান্ত হয়ে পড়েছে। তিনি বলেন, সদস্য দেশগুলো একে অপরের সঙ্গে বড় বড় গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি করছে, একে অপরের পণ্য কিনছে। তারা মার্কিন নিষেধাজ্ঞাকে তোয়াক্কা করছে না।