আফগানিস্তানের সেনাবাহিনীর কাছে চারটি জঙ্গিবিমান হস্তান্তর করেছে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো। আফগান বিমান বাহিনীর সঙ্গে চুক্তি অনুযায়ী সেদেশকে ‘এ২৯ সুপার টোকানো’ মডেলের ২৬টি জঙ্গিবিমান দেওয়ার কথা রয়েছে ন্যাটোর।
আজ (বৃহস্পতিবার) রাজধানী কাবুলে জঙ্গিবিমান হস্তান্তরের অনুষ্ঠান হয়েছে। এ সময় ন্যাটোর কর্মকর্তারা বলেছেন, তারা এ পর্যন্ত আফগান বাহিনীর কাছে ১৮টি জঙ্গিবিমান হস্তান্তর করেছেন। আগামী কয়েক মাসের মধ্যে আরও ছয়টি বিমান দেওয়া হবে।
আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী আসাদুল্লাহ খালেদ বলেছেন, সেনাবাহিনী নিজেরাই দেশ রক্ষার সক্ষমতা রাখে। শত্রুরা সেনাবাহিনীকে ভেঙে দেওয়ার যে স্বপ্ন দেখে তা কোনো দিন সফল হবে না।
ন্যাটোর সঙ্গে আফগানিস্তানের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
কাতারের রাজধানী দোহায় আফগান সরকারের সঙ্গে তালেবানের আলোচনার প্রক্রিয়া চলার মধ্যেই চারটি জঙ্গিবিমান হস্তান্তরের কাজ সম্পন্ন করল ন্যাটো।
পার্সটুডে