উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। সিউল বলেছে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি জাপানের জলসীমায় পড়েছে।
দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সামরিক সূত্রের দাবি, ক্ষেপণাস্ত্রটি সমুদ্রে পড়ার আগে এক ঘণ্টারও বেশি সময় ধরে আকাশে ছিল। এটি ৬ হাজার কিলোমিটারের বেশি উঁচ্চতায় উঠেছিল। জাপানের কর্মকর্তাদের ধারণা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।
বলা হচ্ছে, ২০১৭ সালে শেষবার উত্তর কোরিয়াকে এই ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়তে দেখা যায়। তবে নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়ে উত্তর কোরিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
চলতি বছরের জানুয়ারিতে রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এছাড়াও দেশটি গত ২৭ ফেব্রুয়ারি এবং ৫ মার্চ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় বলে দাবি করে মার্কিন যুক্তরাষ্ট্র।
উত্তর কোরিয়া জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে এসব পরীক্ষা চালাচ্ছে বলে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো দাবি করে আসছে।
পার্সটুডে