ইহুদিবাদী
Advertisements

দখলদার ইসরাইলের ৫৯ শতাংশ নাগরিক অন্য দেশে চলে যেতে আগ্রহী বলে জানিয়েছে ‘বেগিন’ গবেষণা সংস্থা।

সংস্থাটি পরিচালিত এক জনমত জরিপের ফলাফলে দেখা যাচ্ছে- হতাশা, অর্থনৈতিক সমস্যা এবং ফিলিস্তিনিদের সঙ্গে বিবাদের কারণে এসব ইসরাইলি সেখানে আর থাকতে আগ্রহী নন। তারা ভিসার জন্য বিভিন্ন দূতাবাসের দ্বারস্থ হয়েছেন এবং চেষ্টা অব্যাহত রেখেছেন।

এছাড়া ৭৮ শতাংশ ইসরাইলি তাদের সন্তানদের বিদেশে পাঠিয়ে দিতে চান বলে জরিপের ফলাফলে দেখা গেছে।

ইসরাইলি দৈনিক মায়ারিভের সাংবাদিক কালমান লিব্সকিন্ড বলেছেন, ইসরাইলে এক শ্রেণীর মানুষ আছেন যারা ইসরাইল ও ইহুদিবাদের বিষয়ে অনাগ্রহী। এসব বিষয় নিয়ে তারা ভাবেন না। ইহুদিবাদ প্রকল্পের বিরুদ্ধেও অনেক ইসরাইলি তৎপরতা চালাচ্ছে বলে তিনি জানিয়েছেন।

ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ইসরাইল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইহুদিদের এনে সেখানে বসতি গড়ে দিয়েছে ইহুদিবাদীরা।

Advertisements