ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চায় আমেরিকা
Advertisements

২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝাতা পুনরুজ্জীবনের বিষয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চায় আমেরিকা। একথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা।

তিনি বলেন, নতুন একটি চূক্তির জন্য অনেক বেশি সময় নেই বলে আমেরিকা যে অবস্থান নিয়েছে তা আসলে ইরানের জন্য কোনো হুমকিও নয়, আবার কোনো চুড়ান্ত সময়সীমা বা আল্টিমেটাম নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন ওই কর্মকর্তা বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি আলোচনা হবে পরমাণু চুক্তিতে পৌঁছানোর শ্রেষ্ঠ উপায়। তিনি বলেন, “যদি আমাদের লক্ষ্য হয় দ্রুত একটি সমঝোতায় পৌঁছানো তাহলে সবচেয়ে ভালো উপায় হচ্ছে সরাসরি আলোচনা।” একথার মধ্যদিয়ে তিনি আমেরিকা ও ইরানকে বুঝিয়েছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এ কর্মকর্তা আরো বলেন, “যদি ইরান আমাদের সঙ্গে কথা বলতে না চায়, সেটা তাদের সিদ্ধান্ত। যদি দুই পক্ষ সরাসরি আলোচনায় না বসে তাহলে তা হবে খুবই দুর্ভাগ্যজনক।”

গত এপ্রিল মাস থেকে পরমাণু সমঝাতা পুনরুজ্জীবনের জন্য ভিয়েনায় আলাচনা শুরু হয়েছে। তবে এ পর্যন্ত ইরান সবসময় আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে এসেছে। এমনকি আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার কারণে ইরানের আপত্তির মুখে ভিয়েনা আলোচনায় যোগ দিতেও পারছে না।

পার্সটুডে

Advertisements