ওয়েস্ট ইন্ডিজের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট ম্যাচ খেলা ক্লাইভ লয়েড ৭৬-এ পা দিলেন।
‘দ্য সুপার ক্যাট’ খ্যাত লয়েডের জন্মদিন ছিল ৩১ আগস্ট। ১১০ টেস্টে ৪৬.৬৭ গড়ে ৭,৫১৫ রান করা লয়েড ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ছিলেন ১৯৭৪ থেকে ১৯৮৫ পর্যন্ত। ক্যারিবীয়দের এক নম্বর টেস্ট দল হয়ে ওঠার পেছনে তার অবদান ছিল মুখ্য।
প্রথম দুটি (১৯৭৫ ও ১৯৭৯) ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক লয়েডের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ২৭ টেস্ট ম্যাচে হারেনি। ২০০৯ সালে আইসিসির হল অব ফেমে অন্তর্ভুক্ত হয়েছিলেন তিনি। ক্রিকেটে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ নাইট উপাধি দেয়া হয় তাকে এ বছর।