এবার লেবাননের একটি ফিলিস্তিনি ক্যাম্পে জানাজায় গুলির ঘটনা ঘটে। ন্যাক্কারজনক এই হামলায় গুলিতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গতকাল রবিবার দেশটির বন্দর শহর টাইরে এ ঘটনা ঘটে। খবর আরব নিউজের।
গত শুক্রবার রাতে ওই ফিলিস্তিনি ক্যাম্পে বিস্ফোরণে কয়েকজনের মৃত্যু হয়। তাদের মধ্যে এক ফিলিস্তিনির মরদেহ গতকাল রবিবার কবরস্থানে আনার পর হঠাৎ গুলি শুরু হয়। তবে এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
এছাড়া মরদেহ বহনকারী মিছিলের ভিড়ে ফিলিস্তিনি ক্যাম্পের কেউই বুঝতে পারেননি কারা গুলি চালিয়েছে। উল্লেখ্য, লেবাননে বহুদিন ধরে হাজার হাজার ফিলিস্তিনি উদ্বাস্তু এবং ১২টি শরণার্থী শিবিরে তাদের বংশধরদের আবাসস্থল।