গাজীপুরের গাছা থানার কুনিয়া পাচর এলাকায় স্বামী সুজনের ছুরিকাঘাতে স্ত্রী রোজিনা আক্তার জোনাকি (২০) নিহত হয়েছে।
শুক্রবার (২৬ নভেম্বর) রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের নাম রোজিনা আক্তার জোনাকি (২০)। তিনি স্থানীয় তারগাছ এলাকায় অনন্ত গার্মেন্টস কারখানায় চাকরি করতেন। নিহত গৃহবধূ গাজীপুর মহানগরের ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম দুলালের বাড়িতে ভাড়া থাকতেন।
জানা গেছে, রোজিনা আক্তার জোনাকি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার সুরিগাঁও গ্রামের রাকিব আলীর মেয়ে। প্রায় তিন বছর আগে রাজমিস্ত্রি সুজন মিয়ার সঙ্গে জোনাকির বিবাহ হয়।
সূত্র জানায়, সুজন তার আগের সংসারের কথা গোপন রেখে জোনাকিকে বিয়ে করেন। বিষয়টি ফাঁস হওয়ার পর তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। গত দুই মাস আগে জোনাকি তার মা’কে নিয়ে আলাদা বাসা ভাড়া নেন। একই বাড়িতে পাশাপাশি রুমে জোনাকির দুই বোনের পরিবারও ভাড়া থাকে।
শুক্রবার রাত সাড়ে ৭টায় সুজন জোনাকির সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। এ সময় তিনি জোনাকিকে বাড়ির পাঁচ তলার ছাদে ডেকে নেন। সেখানে তার গলায় ছুরিকাঘাত করে স্বামী সুজন পালিয়ে যান।
বাড়ির লোকজন খবর পেয়ে জোনাকিকে উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে গাছা থানার ওসি মো. ইসমাঈল হোসেন বলেন, নিহত গৃহবধূ জোনাকির স্বামী সুজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।