
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ পর্যায়ের দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। চীন থেকে ৭২১ কোটি টাকা দেশে এনে রেমিট্যান্স হিসেবে প্রদর্শনের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
বাধ্যতামূলক অবসরে পাঠানো দুই কর্মকর্তা হলেন—আয়কর বিভাগের (ইনকাম ট্যাক্স উইং) কমিশনার গোলাম কবির এবং এনবিআরের সদস্য (চলতি দায়িত্ব) আবু সাইদ মোহাম্মদ মোশতাক। সরকারি বিধি অনুযায়ী, বাধ্যতামূলক অবসরের পরও তারা অবসরজনিত সব সুবিধা পাবেন।
সূত্র জানায়, দুজন কর্মকর্তাই ইনকাম ট্যাক্স জোন-৫ এ দায়িত্ব পালনকালে নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। আলোচিত ৭২১ কোটি টাকার ঘটনায়ও তারা সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। সেই সময়ে রেমিট্যান্স হিসেবে ওই অর্থ দেখিয়ে কর ছাড়ের সুবিধা দিতে একটি রেমিট্যান্স সার্টিফিকেট ইস্যু করা হয়।
প্রশাসনিক সূত্র জানায়, উভয় কর্মকর্তার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকার চাইলেই তাদের বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে। সরকারি চাকরি আইনের সেই বিধান অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।