১৮ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী
Advertisements

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের অদূর থেকে মাছ শিকার করে ফেরার পথে অস্ত্রের মুখে জিম্মি করে চারটি নৌকাসহ ১৮ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। গতকাল মঙ্গলবার বিকেলে টেকনাফ-সেন্টমাটিন নৌপথে নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে ধরে নেওয়া হয়।

আজ বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সালাম।

এ বিষয়ে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, জেলে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় মিয়ানমার বিজিপিকে ভাইবারের মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে। তবে তারা কোনো ধরনের সাড়া দেয়নি।
বিজ্ঞাপন

যেসব জেলেকে ধরে নেওয়া হয়েছে, তাঁরা হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার মোহাম্মদ জসিম (২৫), সাইফুল ইসলাম (২৩), মো. ফায়সাল (২৩), আবু তাহের (২২), মো. ইসমাইল (২০), মো. ইসহাক (২৪), আবদুর রহমান (২৪), নুর কালাম (২৬), মো. হোসেন (২২), মোহাম্মদ হাসমত (২৫), মোহাম্মদ আকবর (২৩), নজিম উল্লাহ (১৯), মোহাম্মদ রফিক (২০), মোহাম্মদ সাব্বির (২৫), মোহাম্মদ হেলাল (২৫), রেজাউল করিম (১৮), মোহাম্মদ রমজান (১৬) ও মো. জামাল (২১)।

আবদুস সালাম বলেন, মাছ শিকার শেষে ফেরার পথে কাঠবোঝাই ডুবে যাওয়া ট্রলারের উদ্ধারকাজে অংশ নেন এসব জেলে। এতে তাঁরা কিছু কাঠও উদ্ধার করেন। পরে চারটি নৌকাসহ ১৮ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার বিজিপি। এ ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও বিজিবি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, চারটি নৌকাসহ ১৮ বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তিনি শুনেছেন। তবে তাঁদের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ জানাননি।

Advertisements