সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে পুনঃগ্রেপ্তার ৬ ফিলিস্তিনি মুক্তির প্রতীক
Advertisements

সুড়ঙ্গ খুঁড়ে দখলদার ইসরাইলের কারাগার থেকে নিজেদেরকে মুক্ত করার পর আবারও গ্রেপ্তার হয়েছেন ছয় ফিলিস্তিনি। এই ছয় বন্দিকে স্বাধীনতা ও মুক্তির প্রতীক হিসেবে ঘোষণা করেছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন।

সংগঠনটির মহাসচিব জিয়াদ আন-নাখালা তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনারা আবারও মুক্তির জন্য অপেক্ষা করুন। জেনিন থেকে গাজা পর্যন্ত সব মানুষ এবং প্রতিরোধ সংগ্রাম আপনাদের সঙ্গে আছে।’

তিনি আরও বলেন, ‘আপনারা ফিলিস্তিনি জনগণের পাশাপাশি গোটা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করেছেন।’

ইসলামী জিহাদ আন্দোলনের পাঁচজন এবং ফাতাহর একজন বন্দী গত সাত সেপ্টেম্বর ইসরাইলের কঠোর নিরাপত্তা বেষ্টিত কারাগার থেকে সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে যেতে সক্ষম হন। তাদের বিরুদ্ধে দীর্ঘ মেয়াদের কারাদণ্ড দিয়ে রেখেছে দখলদার ইসরাইলি কর্তৃপক্ষ।

ব্যাপক তল্লাশির পর ইসরাইলি বাহিনী ঐ ছয় ফিলিস্তিনিকে আবারও গ্রেপ্তার করেছে। তাদের ওপর নির্যাতন চলছে বলেও খবর এসেছে।

Advertisements