সুইডেনে পবিত্র কোরান পুড়িয়েছে
Advertisements

সুইডেনের দক্ষিনে মালমো শহরে কট্টর ইসলামবিদ্বেষী, দক্ষিনপন্থী গোষ্ঠী পবিত্র কোরান শরিফ পুড়িয়েছে। এই ঘটনায় প্রতিবাদকারীরা রাস্তায় নামলে পরিস্থিতি হিংসাত্মক হয়ে ওঠে। সেখানে বিক্ষোভকারিরা গাড়ি পুড়িয়েছে, দোকানের সামনে ভাংচুর চালিয়েছে এবং পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছে। কয়েক ঘণ্টা ধরে বিক্ষোভ চলে। বেশ কিছু বিক্ষোভকারি গ্রেফতারও হয়েছেন। পুলিশ আরও তিন জনকে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেফতার করেছে।

এর আগে শুক্রবার সে দেশের পুলিশ ডেনমার্কের ডানপন্থী রাজনীতিবিদ রাসমুস পালুদানকে কোরান পোড়ান অনুষ্ঠানে অংশ নিতে দেয়নি। কিন্তু তার সমর্থকরা বাধা তোয়াক্কা না করেই কোরান পোড়ায়। পালুদানের বিরুদ্ধে দুই বছরের নিষেধাজ্ঞা থাকায় সুইডিশ পুলিশ তাকে সীমান্তে আটকে দেয়। গত বছরও পালুদান শূকরের মাংস দিয়ে জড়িয়ে কোরান শরিফ পোড়ায়।
এই বছরের গোরার দিকে ডেনমার্কের চরম ডানপন্থী দল, স্ট্রাম কুরসের প্রধানকে বর্ণবিদ্বেষসহ অন্যান্য অপরাধের জন্য এক মাসের জেল দেয়া হয়। দলের সামাজিক চ্যানেলে ইসলামবিদ্বেষী ভিডিও পোস্ট করার জন্য তাকে ওই সাজা দেয়া হয়।
সূত্রঃ বিবিসি, ফার্স্টপোস্ট, ব্লুমবার্গ

Advertisements