সিরিয়ার ওপর ইসরাইলের আবার ক্ষেপণাস্ত্র হামলা
Advertisements

ইহুদিবাদী ইসরাইল আবারো সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে হমলা চালিয়েছে। এতে সিরিয়ার তিন সেনা নিহত হয়।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আজ (বৃহস্পতিবার) দিনের প্রথমভাগে জানিয়েছে যে, ইহুদিবাদী সেনারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর আগে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ইসরাইলের একটি হামলা প্রতিহত করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, রাজধানী দামেস্ক এবং এর আশপাশের আকাশে বহুসংখ্যক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে ইহুদিবাদী ইসরাইল চারদফা হামলা চালালো। গতকাল সিরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন যে, ইহুদিবাদী ইসরাইল দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। গত সপ্তাহ হতে রাজধানী দামেস্ক ও শহরের আশপাশে অন্তত চারদফা বিমান হামলা চালিয়েছে তেল আবিব।

Advertisements