চীনা রকেটের ধ্বংসাবশেষ ভারত মহাসাগরে পড়লো
Advertisements

চীনা রকেটের ধ্বংসাবশেষ মালদ্বীপের কাছে ভারত মহাসাগরে পড়েছে।চীনা রকেটটি কোথায় পড়বে এ নিয়ে কয়েকদিন ধরেই জল্পনা চলছিল।অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ভারত মহাসাগরে পড়েছে রকেটটির ধ্বংসাবশেষ।

স্থানীয় রোববার সকাল ১০টা ২৪ মিনিটে রকেটটির ধ্বংসাবশেষ পুনরায় বায়ুমণ্ডলে প্রবেশ করে এটি সাগরে পড়ে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

চীন ম্যানড স্পেস ইঞ্জিনিয়ারিং অফিস জানিয়েছে, রকেটটির বেশিরভাগ ধ্বংসাবশেষ বায়ুমণ্ডলে পুড়ে গেছে।

চীনা মহাকাশ স্টেশন স্থাপনের জন্য ‘লং মার্চ ৫-বি’ নামের ২১ টন ওজনের রকেটটি গত ২৯ এপ্রিল উৎক্ষেপণ করা হয়। রকেটটিকে সফলভাবে তিয়ানহে স্পেস স্টেশনের মডিউলকে কক্ষপথে স্থাপন করা গেলেও পরে সেটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারায় গ্রাউন্ড স্টেশন।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাস্ট্রো ফিজিক্সের বিজ্ঞানী জনাথন ম্যাকডোয়েলও ধারণা করছিলেন, রকেটটি ৮ থেকে ১০ মে’র মধ্যে ভূপৃষ্ঠে এসে পড়বে। এ সময়ের মধ্যে এটি ঘণ্টায় প্রায় ২৯ হাজার কিলোমিটার বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করবে।

Advertisements